মোঃ আনোয়ার হোসেন কাজিপুর প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার কমিউনিটি ক্লিনিক সমূহের মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এম.এইচ.ভি)র পেশাজীবী সংগঠন এম এইচ ভি এসোসিয়েশন কাজিপুর উপজেলা শাখার কমিটির অনুমোদন দেন সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের সাংসদ জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয় (এম.পি)।
এসময় সংসদ সদস্য এই কমিটির সফলতা কামনা করেন এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
কমিটির সভাপতি মোঃহেলালুর রহমান, সাঃ সম্পাদক মোঃআতিকুর রহমান এবং কোষাধ্যক্ষ মোঃমাহবুবুর রহমান এম এইচ ভি এর পক্ষ থেকে কাজিপুর উপজেলা আওয়ামী-লীগের দলীয় কার্যালয়ে এগারোটার দিকে এম.পি কে ফুল দিয়ে শুভেচ্ছা নিবেদন করেন।