Dhaka ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

একটি অশুভ চক্র বিভিন্ন ইস্যুতে গুজব রটনা ও অপপ্রচারে লিপ্ত- ওবায়দুল কাদের

  • Reporter Name
  • Update Time : ১০:৫৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
  • ১১৯ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনারা জানেন একটি অশুভ চক্র বিভিন্ন ইস্যুতে গুজব রটনা ও অপপ্রচারে লিপ্ত। সাবেক সেনা সদস্য মেজর রাশেদের মর্মান্তিক ঘটনাকে ঘিরে কেউ দুই বাহিনীর মধ্যে উসকানি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। জনগণ এসব বিষয়ে সচেতন। এ ধরনের ঘটনাকে ইস্যু করে সরকার হটানোর মতো দিবাস্বপ্ন দেখছে কেউ কেউ। শেখ হাসিনার সরকারের শেকড় এদেশের মাটির অনেক গভীরে। অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না।’

আজ শুক্রবার (০৭ আগস্ট) সকালে রাজধানীর সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে যুক্ত হয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোন এবং বিআরটিসি, বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘এই বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক। ইতিমধ্যে মর্মান্তিক এ ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি কাজ করছে।’

গুজব রটনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে দেশ-বিদেশে সংশ্লিষ্টদের সতর্ক থাকার অনুরোধ জানান ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন সংক্রমণে ইতালিকে ছাড়িয়ে ১৫তম অবস্থানে। দেশে কয়েক সপ্তাহে একটি নির্দিষ্ট ট্রেন্ডে অবস্থান করলেও এ সপ্তাহে নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে সংক্রমণের হারও বেশি দেখা যাচ্ছে। অপরদিকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শৈথিল্য দেখা দিয়েছে। আবার অনেক লক্ষণ দেখা দিলেও নমুনা পরীক্ষা করাচ্ছেন না। পরীক্ষার প্রতি অবহেলা স্বাস্থ্যবিধির প্রতি শৈথিল্য আমাদের চলমান পরিস্থিতিকে যেকোনো সময় ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।’

এ সময় সেখানে স্বাস্থ্যবিধি পালনে মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

একটি অশুভ চক্র বিভিন্ন ইস্যুতে গুজব রটনা ও অপপ্রচারে লিপ্ত- ওবায়দুল কাদের

Update Time : ১০:৫৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনারা জানেন একটি অশুভ চক্র বিভিন্ন ইস্যুতে গুজব রটনা ও অপপ্রচারে লিপ্ত। সাবেক সেনা সদস্য মেজর রাশেদের মর্মান্তিক ঘটনাকে ঘিরে কেউ দুই বাহিনীর মধ্যে উসকানি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। জনগণ এসব বিষয়ে সচেতন। এ ধরনের ঘটনাকে ইস্যু করে সরকার হটানোর মতো দিবাস্বপ্ন দেখছে কেউ কেউ। শেখ হাসিনার সরকারের শেকড় এদেশের মাটির অনেক গভীরে। অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না।’

আজ শুক্রবার (০৭ আগস্ট) সকালে রাজধানীর সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে যুক্ত হয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোন এবং বিআরটিসি, বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘এই বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক। ইতিমধ্যে মর্মান্তিক এ ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি কাজ করছে।’

গুজব রটনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে দেশ-বিদেশে সংশ্লিষ্টদের সতর্ক থাকার অনুরোধ জানান ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন সংক্রমণে ইতালিকে ছাড়িয়ে ১৫তম অবস্থানে। দেশে কয়েক সপ্তাহে একটি নির্দিষ্ট ট্রেন্ডে অবস্থান করলেও এ সপ্তাহে নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে সংক্রমণের হারও বেশি দেখা যাচ্ছে। অপরদিকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শৈথিল্য দেখা দিয়েছে। আবার অনেক লক্ষণ দেখা দিলেও নমুনা পরীক্ষা করাচ্ছেন না। পরীক্ষার প্রতি অবহেলা স্বাস্থ্যবিধির প্রতি শৈথিল্য আমাদের চলমান পরিস্থিতিকে যেকোনো সময় ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।’

এ সময় সেখানে স্বাস্থ্যবিধি পালনে মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানান তিনি।