এই তো আমার বাংলাদেশ
শ্যামল বণিক অঞ্জন
শস্য সবজী মাছের দেশ
ফলজ বনজ গাছের দেশ,
সোনালী আঁশ পাটের দেশ
নদীনালা ঘাটের দেশ,
সাগর পাহাড় মাঠের দেশ।
আম কাঁঠাল জাম কুলের দেশ
শিউলী শাপলা ফুলের দেশ,
ময়না দোয়েল ডাকা দেশে,
চিত্রপটে আঁকা দেশ!
জয়নূল সুলতানের দেশ,
লালন হাছন প্রাণের দেশ,
বাউল সাধক কবির দেশ
চাঁদ তারাও রবির দেশ,
প্রকৃতির রুপ ঘেরা দেশ
সকল দেশের সেরা দেশ,
এইতো আমার বাংলাদেশ!