উন্মোচিত হৃদয়
মিজানুর রহমান
বিদ্যা অর্জনে বিদ্যালয়ে যাই
নাহি করি শ্রদ্ধা,
ইট, বস্ত্র, কপাট খুলে
হয়ে যাই যোদ্ধা।
মন্দিরে যাই, মসজিদে যাই
সবস্ত্র শ্রদ্ধায়,
এ কি হৃদয়ের উন্মোচনে ?
বিদ্যা শেখায় মেলে ধরতে,
উন্মোচিত হৃদয়।
তাই বলে কি বিদ্যালয়ে
নেই কোন বিনয় ?
বিনয়ী হও, নম্র হও
নাহি কঠোরতা,
বিদ্যা অর্জনে বিদ্বান হইও
তবেই চির সজীবতা।
Khub sundor hoyeche sir
অসাধারণ
স্যার।
Thank you mizanur sir
Kaliachak abasik mission (T.I.C)
বাহঃ বন্ধু এত সুন্দর সুন্দর ভাষা পাস কোথায়? কবিতাটা পরে সত্যিই খুব ভালো লাগলো যা বর্তমান পরিস্থিতি কে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছিস।