Dhaka ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ২৫ Time View

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল রোববার প্রথম কর্মদিবস। তাই আজ যে যেভাবে পারছে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে যাত্রীদের অভিযোগ কিছু গণপরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার।

শনিবার (৫ এপ্রিল) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে, যাত্রাবাড়ি, জনপথ মোড় বাস স্টপেজ ঘুরে এ চিত্র দেখা গেছে।

সায়েদাবাদ সংলগ্ন জনপথ মোড় বাস স্টপেজে কথা হয় ওয়াসিম মঈনের সঙ্গে। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সরকারি চাকরি করেন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে শরিয়তপুরে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ঈদের ছুটি শেষ হওয়ায় তিনি আজ শরিয়তপুর সুপার সার্ভিসে করে ঢাকায় ফিরেছেন।

ওয়াসিম মঈন বলেন, এবার ঈদে যাওয়া-আসায় কোনো ভোগান্তি পোহাতে হয়নি। তবে শরিয়তপুর সুপার সার্ভিস পরিবহনের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করে বলেন, ২৫০ টাকার ভাড়া ৪০০ টাকা করে নিচ্ছে।

ছুটি শেষে মাদারীপুরের শিবচর থেকে ঢাকায় ফিরছেন নাইনা নাজনিন। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তিনি বলেন, পরিবার পরিজন নিয়ে গ্রামে ঈদ করলাম। ৯ দিনের ছুটি নিমিষেই পার হয়ে গেছে। আগামীকাল থেকে অফিস। কী আর করা, ঢাকায় ফিরে আসতে হলো।

মাসুদ শিকদার নামের এক যাত্রী ঢাকায় ব্যবসা করেন। ঈদ করতে পরিবার পরিজনসহ খুলনায় গিয়েছিলেন। গোল্ডেন লাইন পরিবহনে আজ তিনি ঢাকায় ফিরলেন। তিনি বলেন, এবারের ঈদ ছিল স্বস্তির ঈদ। যাওয়া-আসা কোনো কষ্ট হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীতে অত্যন্ত তৎপর দেখেছি। এজন্য সরকারকে ধন্যবাদ দিতেই হয়।

সায়দাবাদ বাস টার্মিনালের দোকানি মনসুর হোসেন বলেন, গতকাল বিপুলসংখ্যক মানুষ ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে এসেছে। আজ ভোর থেকে দেখছি মানুষ ঢাকা ফিরে আসছে। তুলনামূলকভাবে বেশি মানুষ ঢাকায় ফিরছে আজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ

Update Time : ০৫:৫৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল রোববার প্রথম কর্মদিবস। তাই আজ যে যেভাবে পারছে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে যাত্রীদের অভিযোগ কিছু গণপরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার।

শনিবার (৫ এপ্রিল) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে, যাত্রাবাড়ি, জনপথ মোড় বাস স্টপেজ ঘুরে এ চিত্র দেখা গেছে।

সায়েদাবাদ সংলগ্ন জনপথ মোড় বাস স্টপেজে কথা হয় ওয়াসিম মঈনের সঙ্গে। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সরকারি চাকরি করেন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে শরিয়তপুরে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ঈদের ছুটি শেষ হওয়ায় তিনি আজ শরিয়তপুর সুপার সার্ভিসে করে ঢাকায় ফিরেছেন।

ওয়াসিম মঈন বলেন, এবার ঈদে যাওয়া-আসায় কোনো ভোগান্তি পোহাতে হয়নি। তবে শরিয়তপুর সুপার সার্ভিস পরিবহনের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করে বলেন, ২৫০ টাকার ভাড়া ৪০০ টাকা করে নিচ্ছে।

ছুটি শেষে মাদারীপুরের শিবচর থেকে ঢাকায় ফিরছেন নাইনা নাজনিন। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তিনি বলেন, পরিবার পরিজন নিয়ে গ্রামে ঈদ করলাম। ৯ দিনের ছুটি নিমিষেই পার হয়ে গেছে। আগামীকাল থেকে অফিস। কী আর করা, ঢাকায় ফিরে আসতে হলো।

মাসুদ শিকদার নামের এক যাত্রী ঢাকায় ব্যবসা করেন। ঈদ করতে পরিবার পরিজনসহ খুলনায় গিয়েছিলেন। গোল্ডেন লাইন পরিবহনে আজ তিনি ঢাকায় ফিরলেন। তিনি বলেন, এবারের ঈদ ছিল স্বস্তির ঈদ। যাওয়া-আসা কোনো কষ্ট হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীতে অত্যন্ত তৎপর দেখেছি। এজন্য সরকারকে ধন্যবাদ দিতেই হয়।

সায়দাবাদ বাস টার্মিনালের দোকানি মনসুর হোসেন বলেন, গতকাল বিপুলসংখ্যক মানুষ ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে এসেছে। আজ ভোর থেকে দেখছি মানুষ ঢাকা ফিরে আসছে। তুলনামূলকভাবে বেশি মানুষ ঢাকায় ফিরছে আজ।