Dhaka ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইতিহাসে এই প্রথম ‘বিশেষ হজ ব্যাগ’ দিচ্ছে সৌদি

  • Reporter Name
  • Update Time : ১০:৫৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
  • ২৭৪ Time View

অনলাইন নিউজ ডেস্ক: সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় দেশটির ইতিহাসে প্রথমবারের মতো হাজিদের বিশেষ ‘হজ ব্যাগ ’ উপহার দিচ্ছে। করোনা মোকাবিলায় সুরক্ষা সরঞ্জামসহ হাজিদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থাকবে ওই ব্যাগে।

বৈশ্বিক করোনাভাইরাস মহামারি মধ্যেই সীমিত আকারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বছরের পবিত্র হজ। আগামী বুধবার বহুল কাঙ্ক্ষিত সেই দিনটিকে সামনে রেখে ইতোমধ্যে পবিত্র হজের জোর প্রস্তুতি শুরু হয়েছে।

ব্যাগটিতে ইহরামের পোশাক, প্রোটেক্টিভ ফেস মাস্ক, শেভিং সরঞ্জামাদি, প্রয়োজনীয় ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামাদি, মিনায় নিক্ষেপের জন্য পাথর বা কংকর, টুথপিক বা দাতের খিলান ও ইয়ারপ্লাগ বা কানের প্লাগ (শব্দ নিয়ন্ত্রক) থাকবে।

এছাড়া রয়েছে চোখের নিরাপত্তায় আই কাভার, একটি ছাতা, জায়নামাজ, নিউজপেপার, হ্যান্ড সেনিটাইজার ও একটি হজ গাইডবুক। হজের জন্য ইহরামের কাপড় বিশেষ জরুরি। সেলাইবিহীন দুই টুকরো কাপড়ও সরবরাহ করবে কর্তৃপক্ষ। হজে অংশগ্রহণকারীদের সুস্বাস্থ্য, সুস্থতা ও নিরাপত্তার জন্য এই বিশেষ ব্যবস্থা করেছে দেশটি।

চলতি বছর দশ হাজার লোককে হজের অনুমতি দিয়েছে সৌদি। তবে সৌদির বাইরে থেকে কোনো লোককে হজের অনুমতি দেয়া হয়নি।

সৌদিতে অবস্থানকারী ১৬০ দেশের (শতকরা ৭০ ভাগ) নাগরিককে এবার হজে অংশগ্রহণের অনুমোদন দেয়া হয়েছে। স্থানীয়দের মধ্য থেকে ৩০ ভাগ লোক হজ করবে। তবে সৌদির স্থানীয়দের মধ্যে দেশটির কোনো কর্মকর্তা এবারের হজে অংশগ্রহণ করতে পারবে না। তাছাড়া অনুমতি ছাড়াও কেউ হজে অংশগ্রহণ করতে পারবে না।

বিনা অনুমতিতে হজের রোকনের স্থানে অন্য কেউ প্রবেশ করলেই জরিমানা গুনতে হবে ১০ হাজার রিয়াল। সুস্বাস্থ্য, সুস্থতা ও নিরাপত্তার জন্য সৌদি আরব অনেক শর্তারোপ করেছে। ২০ বছর থেকে ৫০ বছর বয়সী লোকদের অগ্রাধিকার দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ইতিহাসে এই প্রথম ‘বিশেষ হজ ব্যাগ’ দিচ্ছে সৌদি

Update Time : ১০:৫৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০

অনলাইন নিউজ ডেস্ক: সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় দেশটির ইতিহাসে প্রথমবারের মতো হাজিদের বিশেষ ‘হজ ব্যাগ ’ উপহার দিচ্ছে। করোনা মোকাবিলায় সুরক্ষা সরঞ্জামসহ হাজিদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থাকবে ওই ব্যাগে।

বৈশ্বিক করোনাভাইরাস মহামারি মধ্যেই সীমিত আকারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বছরের পবিত্র হজ। আগামী বুধবার বহুল কাঙ্ক্ষিত সেই দিনটিকে সামনে রেখে ইতোমধ্যে পবিত্র হজের জোর প্রস্তুতি শুরু হয়েছে।

ব্যাগটিতে ইহরামের পোশাক, প্রোটেক্টিভ ফেস মাস্ক, শেভিং সরঞ্জামাদি, প্রয়োজনীয় ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামাদি, মিনায় নিক্ষেপের জন্য পাথর বা কংকর, টুথপিক বা দাতের খিলান ও ইয়ারপ্লাগ বা কানের প্লাগ (শব্দ নিয়ন্ত্রক) থাকবে।

এছাড়া রয়েছে চোখের নিরাপত্তায় আই কাভার, একটি ছাতা, জায়নামাজ, নিউজপেপার, হ্যান্ড সেনিটাইজার ও একটি হজ গাইডবুক। হজের জন্য ইহরামের কাপড় বিশেষ জরুরি। সেলাইবিহীন দুই টুকরো কাপড়ও সরবরাহ করবে কর্তৃপক্ষ। হজে অংশগ্রহণকারীদের সুস্বাস্থ্য, সুস্থতা ও নিরাপত্তার জন্য এই বিশেষ ব্যবস্থা করেছে দেশটি।

চলতি বছর দশ হাজার লোককে হজের অনুমতি দিয়েছে সৌদি। তবে সৌদির বাইরে থেকে কোনো লোককে হজের অনুমতি দেয়া হয়নি।

সৌদিতে অবস্থানকারী ১৬০ দেশের (শতকরা ৭০ ভাগ) নাগরিককে এবার হজে অংশগ্রহণের অনুমোদন দেয়া হয়েছে। স্থানীয়দের মধ্য থেকে ৩০ ভাগ লোক হজ করবে। তবে সৌদির স্থানীয়দের মধ্যে দেশটির কোনো কর্মকর্তা এবারের হজে অংশগ্রহণ করতে পারবে না। তাছাড়া অনুমতি ছাড়াও কেউ হজে অংশগ্রহণ করতে পারবে না।

বিনা অনুমতিতে হজের রোকনের স্থানে অন্য কেউ প্রবেশ করলেই জরিমানা গুনতে হবে ১০ হাজার রিয়াল। সুস্বাস্থ্য, সুস্থতা ও নিরাপত্তার জন্য সৌদি আরব অনেক শর্তারোপ করেছে। ২০ বছর থেকে ৫০ বছর বয়সী লোকদের অগ্রাধিকার দেয়া হয়েছে।